Nedan finns texten till låten Smritigulo , artist - Warfaze med översättning
Originaltext med översättning
Warfaze
সেই সুখ ছবি আজও ভেসে বেড়ায়
ঐ ঝাউ বনের নিরালায় এখনও
সেই সুখপটে শুধু আছ তুমি
আছ আমারই চেতনার মাঝে যে
ওওওও আমি পারিনা যে
ওওওও তোমায় ভুলে যেতে
সেই স্মৃতিগুলো মনেরই মাঝে
জেগে রয় যে শুধু সারাক্ষন
আমি পারিনা যে ঐ চোখেরই ভাষা
এই মন থেকে হারাতে
বসে থেকে একা একা
শুন্য বুকেরই মাঝে যে
তোমায় খুঁজে বেড়াই ঐ নীল সীমানায়
সেই যে পাহাড় চূড়ায় তুমি নেই
সেই স্মৃতিগুলো মনেরই মাঝে
জেগে রয় যে শুধু সারাক্ষন
আমি পারিনা যে ঐ চোখেরই ভাষা
এই মন থেকে হারাতে
সেই স্মৃতিগুলো মনেরই মাঝে
জেগে রয় যে শুধু সারাক্ষন
আমি পারিনা যে ঐ চোখেরই ভাষা
এই মন থেকে হারাতে
সেই স্মৃতিগুলো মনেরই মাঝে
জেগে রয় যে শুধু সারাক্ষন
(End)
Vocal-Mizan
Guitar-Kamal
Guitar-Balam
Key-Shams
Bass-Biju
Drums-Tipu
Låtar på olika språk
Högkvalitativa översättningar till alla språk
Hitta texterna du behöver på några sekunder